তুমি কেন সাধারন ছাত্র হয়ে আরো বলেছে তুমি এর থেকে বেশি করে তুলতে পারবে না কে বলেছে তুমি তোমার ক্লাসের কখনো বুঝতে পারবে না তুমি তোমার মধ্যে এমন কি দেখেছো যার কারণে তুমি নিজেকেই একটি এন্ড স্টুডেন্ট বাবু কেউ না কেউই তোমাকে সে বলেনি যে তুমি এর থেকে বেশি নাম্বার তুলতে পারবে না আমি তোমাকে বলিনি যে প্রতিবারই তোমাকে লাস্ট বেঞ্চে বসতে হবে তোমার শরীরে এমন কোনো কিছুরই কমতি নেই যার কারণে তুমি নিজের থেকে আর বেশি কিছু করতে পারবে না তাহলে কেন আমি যতবারই পড়ি মনে রাখতে পারি না তাই কতবার পড়েছ কতবার চেষ্টা করেছে একটা বিষয়কে কয়েকবার চেষ্টা করার পরই তা না হলে তুমি এটাই ধরে নিচ্ছে সেটা তোমাকে দিয়ে হবে না এই পৃথিবীতে কোন কিছুতে চ্যাম্পিয়ন হয়েছে তারা বারবার বারবার একই কাজটা করে ।
তবেই তারা সবার সেরা হয়েছে অন্য একটা ছেলে এবং একটা মেয়ে সে যদি তোমার ক্লাসের ফার্স্ট হতে পারিস তাহলে তুমি কেন পারবে না একবার চেষ্টা করে হচ্ছে না বলে যদি তুমি ছেড়ে দাও তাহলেই হবে আমি পারব তোমার এই বিশ্বাসটা কি নষ্ট হয়ে যাবে হচ্ছে না কিভাবে হতে হয় তোমার ভিতরে নেই ক্ষমতাটাও অনেক কম হয়ে যাবে ফাস্ট মার্চ নিয়ে আসা কোনো সহজ কাজ না ঠিকই পরিশ্রম ঠিকই কিন্তু তার উপযুক্ত পুরস্কার মতো তুমি পাবে তোমার ক্লাসের অন্যদের ক্লাসে তোমার স্কুলে অন্য আরেকটি স্কুলে যারা করছে কিভাবে তারা এত পরিশ্রম করছে কিভাবে তারা ঘন্টার পর ঘন্টা প্রতিদিন বইয়ের পাতা তে কনসেনট্রেট করতে পার কারণ তাদের স্বপ্ন গুলো তাদের চোখের সামনে ভাসছে কিন্তু তুমি কেন সেগুলো দেখতে পাচ্ছো না তুমি কেন তোমার স্বপ্ন গুলোকে একটু একটু করে অ্যাসিড করতে পারছনা তোমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে যদি তুমি সেটা কি সত্যি না করো তোমার স্বপ্নগুলো যদি তুমি সত্যি হতে দেখতে চাও যদি তুমি জীবনে একজন সফল ব্যক্তি হতে চাও তাহলে তোমাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে প্রতিদিন প্রচেষ্টা করতেই হবে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে প্রত্যেকটি সফলতা একটি স্বপ্ন দিয়ে শুরু হয় ।
যদি তোমার জীবনে কোন কিছুই ঠিক করব আমি জীবনে অনেক বড় হবে এরকম কোন স্বপ্ন যদি তোমার না থাকে তাহলে সেটা গুগল ম্যাপ ছাড়াই একটি নতুন জায়গাতে যাওয়ার মত হবে ওদের মাঝে অনেকেই সঠিক রাস্তা দেখাবে আবার অনেকেই ভুল রাস্তা দেখাবে যদি তুমি তোমার লক্ষ্য নির্ধারণ না করেই পথচলা শুরু করো তাহলে তোমাকে ডিস্টার্ব করার জন্য তোমার লাইফ স্টাইল করার জন্য অনেক বিষয়ই আছে তবে সেগুলোতে যদি তুমি একটা না করে সামনে এগিয়ে যেতে চাই তাহলে প্রথমে তোমাকে একটি সেট করতে হবে সেই সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে তোমাকে নিয়ে অনেক কিছুই অর্জন করা বেশ তোমাকে একটি মানুষের পরিবর্তন করে দেবে ইঞ্জয়মেন্ট যখন ইচ্ছা করে নেওয়া যাবে কিন্তু এই বছর এই বিষয়টিকে মিস করে ফেললে সেগুলো তুমি আর ফিরে পাবে না পড়াশোনায় খুব ভালো এরকম অনেকেরই নাম তো তুমি শুনেছ কিন্তু কোন তোমার নামটাও তাদের সাথে শুনতে পাবেন তোমার নেওয়া আজকের একটি ডিসিশন তোমার আজকের এই পরিশ্রম করে তোমার আগামীর জীবনটা নির্ভর করছে ।
কিন্তু তুমি যদি এখন এই সময়টিতে তোমার ফেসবুক তোমার হোয়াটসঅ্যাপ তোমার প্রিয় টিভি শো আনন্দ আনন্দ এবিপি আনন্দ দেই যদি তোমার এই ভয়েসটা একবার পার হয়ে যায় তাহলে আগামী জীবনে অসফল হবে কি হবে না এখন কিছু মেয়ে এবার হয়তো বলবে কি দাদা সফল অ-সফল আমাদের কুড়ি বছর হলেই তো বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে না সে চলে গিয়েছে মেয়েদের কোন কেরিয়ার মেয়েদের কোন স্বপ্ন নেই সে সময় চলে গিয়েছে তুমি মেয়ে হও কিংবা ছেলে ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখে কখনোই জীবনে বাঁচার পরিকল্পনা করোনা আমার পরিবার খুবই করে যেভাবেই হোক উচ্চমাধ্যমিক কমপ্লিট করে আমি যে কোন একটা কাজ করতে শুরু করে দেব এরকম ছোট ছোট লোক কখনো নিজের জন্য সেট করুন আপলোড করতে হলে কোন কিছু সেন্ড করো আমি নিজেকে নিজের দিতে পারব না এটা শুধু তোমার অভিশাপ দেব না তোমায় যেতে হবে পড়তে বসতে তোমার মতো হচ্ছে না বলে যদি তুমি পড়তে না বাসো তাহলে তুমি তোমার কাছেই হেরে গেলে তাহলে আমি কি করবো নিজের সাথে নিজের লড়াই করব তোমাকে উপদেশ দেওয়ার আমি কেউ না তবে শুধু পড়াশোনা না তুমি জীবনে যে কাজই করতে যাও না কেন তাতে সফল হওয়ার জন্য তোমাকে এই লড়াই করতেই হবে আনন্দকে মন্দির জায়গায় রেখে এই সময়ে পড়াশোনাটাই সব থেকে বেশি জরুরী এটা মাথার মধ্যে ঢোকানো নিজের মনকে এটা বোঝানো এটা তোমার দায়িত্ব আমার না সুতরাং এটি সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে ব্যবহার করুক শুভকামনা রইল তোমাদের সবার জন্য ।
0 Comments